মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ - ১৬:১৬
মুক্তিকামী জাতিগুলো ইয়েমেন, সিরিয়া ও গাজার মানুষের সাহায্যে এগিয়ে আসুক

আয়াতুল্লাহ নূরী হামাদানী সাম্প্রতিক সময়ে ইয়েমেন, সিরিয়া ও গাজা উপত্যকায় আমেরিকা ও ইহুদিবাদী শাসন দ্বারা সংঘটিত অপরাধসমূহের নিন্দা জানিয়ে স্বাধীনতা ও মুক্তিকামী জাতিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন নির্যাতিতদের যেকোনো প্রকার আর্থিক ও নৈতিক সাহায্য প্রদান থেকে বিরত না থাকে।

হাওজা নিউজ এজেন্সি: ইয়েমেন, সিরিয়া ও গাজা উপত্যকায় আমেরিকা ও ইহুদিবাদী শাসন দ্বারা সংঘটিত অপরাধসমূহের প্রেক্ষিতে আয়াতুল্লাহ নূরী হামাদানীর বার্তাটি নিম্নরূপ: 

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

আবারও নৃশংস ও অবৈধ ইহুদিবাদী শাসন একটি ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে এবং গাজা উপত্যকায় নারী, পুরুষ ও শিশুদের হত্যা করছে। 

এই মর্মান্তিক অপরাধ সংঘটিত হচ্ছে এমন এক সময়ে যখন আমেরিকার অপরাধী রাষ্ট্রপতি শান্তির নিশ্চয়তা দিয়েছিলেন। 

আজ শিশু হত্যাকারী ইহুদিবাদী শাসন আবারও প্রমাণ করেছে যে তারা কোনো প্রতিশ্রুতির প্রতি অনুগত নয় এবং সহজেই প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা এই বর্বরোচিত কাজকে নির্যাতিত ফিলিস্তিনি জাতির সম্পূর্ণ ধ্বংসের প্রস্তুতিপর্ব হিসেবে ব্যবহার করছে। এই প্রতিশ্রুতি ভঙ্গ সকলের জন্য একটি শিক্ষা যে, তারা যেন জানতে পারে যে অহংকারীরা তাদের নিজস্ব স্বার্থ ছাড়া অন্য কোনো বিষয়ে চিন্তা করবে না এবং এই পথে তারা কোনো অপরাধ থেকেই বিরত থাকবে না। যেমনটি আমরা দেখছি, সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও তাদের চেহারা পরিবর্তন করে তারা নির্যাতিত সিরিয়ার জনগণকেও হত্যা করছে। আর আমেরিকা ও তার মিত্ররা নির্যাতিত ইয়েমেনের জনগণের উপর আক্রমণ চালাচ্ছে এবং কোনো প্রকার মাথা ঘামাচ্ছে না। এই সময়ে আন্তর্জাতিক সংস্থা ও মিথ্যা মানবাধিকার দাবিদাররা মৃতের মতো নীরবতা অবলম্বন করেছে এবং ইয়েমেন, সিরিয়া ও গাজায় এই গণহত্যার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। 

আমরা এই মর্মান্তিক অপরাধের নিন্দা জানাচ্ছি এবং সকল মুক্তিকামী জাতির প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা যেন কোনো প্রকার আর্থিক ও নৈতিক সাহায্য প্রদান থেকে বিরত না থাকে এবং এই নির্যাতিত জাতিগুলোর প্রতি তাদের সমর্থন ঘোষণা করে। 

হোসাইন নূরী হামাদানী,
কোম আল-মুকাদ্দাস।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha